মৈত্রীপুর ভাবনা কেন্দ্র একটি বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান। সুবিখ্যাত রাঙ্গমাটি রাজবন বিহারের শাখা এবং স্বনামধন্য সাধক প্রবর শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে) মহোদয়ের শিষ্যসংঘ কর্তৃক পরিচালিত। বিশাল এলাকা বেস্তিত নয়ানবিরাম প্রাকৃতিক বনাঞ্চল। এখানে রয়েছে বৌদ্ধভিক্ষুদের ছোট ছোট ধ্যানকুটির। থাইল্যান্ড ডিজাইনের সুন্দর একটি কারম্নকার্য বৌদ্ধমন্দির। মন্দিরের ভিতরে থাইল্যান্ড কর্তৃক দানকৃত অষ্টধাতব তৈরী ৮ ফুট উচ্চতা বিশিষ্ট মহামানব গৌতম বুদ্ধের প্রতিমূর্তি। আরো আছে ভারতের বুদ্ধগয়ার বোধি বৃক্ষের শাখা রোপিত বোধিবৃক্ষ। মূল মন্দিরের উত্তর দিকে প্রায় আধ একর পরিমাণ ব্যস্তন বিশাল বটগাছ। এই প্রতিষ্ঠানটি খাগড়াছড়ি সদর উপজেলার ২নং কমলছড়ি ইউনিয়ণে ইটছড়ি ও বেতছড়ি মধ্যবর্তী স্থানে অবস্থিত। খাগড়াছড়ি সদর থেকে ৮ কি.মি দূরত্ব দক্ষিণ দিকে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS